Monday, December 24, 2007

সবুরে মেওয়া


আমাকে বলে ধৈর্য ধর,
মেওয়াটা ফলে সবুরে।
এখন কিছু অন্য কর।
প্রবধ দেওয়া এমন তর-
ভাল কি লাগে !
তবুরে- আর করি ই কি বা,
হবার যা তা হবেই যদি,
ভাবনাটাকে বলগা দিয়ে
ছোটাই- নদী, আকাশ-পাতাল
পাহাড় পেড়োই- দিনের বেলা
কাজের ফাঁকে পাখির ডাকে
রাতের বেলা ঘুমের ঘোরে
স্বপ্ন দেখি ঠিক দুপুরে-
তার হাতে হাত,
মিলিয়ে গেল স্বপ্ন যখন
তখন ভোরে- ঘুমিয়ে সবাই
আকাতরে-
আমি ছিলাম
আর ছিল সে
আমার পাশে।
নিশ্বাসে এক ভোর হল যেই
সবাই দেখি ডাকছে আমায়
বলছে, খোলো খোলো
তোমার নতুন জীবন পথের ধুলো
মুঠোয় করে তোলো ।।