Wednesday, December 19, 2007

জীবনের রাত-দিন


মেয়েটা দাঁড়িয়ে ছিল না বসে,
নাকি শুয়েও থাকতে পারে ;
তার জীবনের দিন গুলো সব
রাত হয়ে যায় কেন !
ভাবছিল সে এই কথাটা
কে বলতে পারে ।

দিন তো রাত হবেই শেষে
ভাবনার নেই স্থান-
বোঝাই তাকে
তবুও মেয়ের যায়না অভিমান ।

দিনগুলো সব রাত হয়ে যায়
ভোর রয়ে যাধ দূরে,
ঘুম ভাঙ্গানি পাখির ডাকে
সোনালি রদ্দুরে -স্নান করা
আর গান গাওয়া দিনগুলো
হাতছানি দেয়
জীবন তবু থাকে পিছন ফিরে,
মেয়ে আমার বুকেই থাকে
সান্ত্বনা দিই তাকে-
ভালোবাসা একটুখানি দাও দেখি রাতটাকে ।