এতদিন ছিল ভালো
বনে বনে গোপনে প্রেম
নদীর নিথর বুকে ছায়া ফেলে।
মাতাল হাওয়ার সাথে ওড়েনি আঁচল,
ছিল স্তব্ধ অচঞ্চল
লাজুক ফুলের মত ।
কোথা হতে এল ঝড়
বন নেই হোয়েছে শহর।
আঁচল খসেছে শুধু দৃষ্টিতে।
আয়নায় কি দেখেছে মানুষের চোখে
অরন্য ছিল ভালো
শহর করেছে নগ্ন ওকে ।
No comments:
Post a Comment