Sunday, January 9, 2011

সে কোথায়

দূরের থেকে দেখলাম সে ও দাঁড়িয়ে আমার পথের ধারে ,
সে কি আমার আশায় ।
তাকে নিয়ে আমার ভাবনা যেন
নিভে যাওয়া প্রদীপের জ্বল্বার আশা ।
এর নাম ভালবাসা নয় দুজনার-
কেবল আমার ।
প্রকৃতির বুকে প্রেম নীরবে ঘুমায় ,
মাঝে মাঝে আকাশের বুক চিড়ে ,
পাখীর ডানায় ,
সাগরের ঢেউয়ে আর হাওয়ার দোলায় ,
অকারন আকস্মিক তার আগমন
শিহরণ তোলে তার রেশ রেখে যায় ।
মন কাঁদে মন হাসে ,
সে কোথায় সে কোথায় ।
এই ছিল বুকে এই চোখের তারায় ।
মন কাঁদে মন হাসে -
সে কোথায় সে কথায় ।

No comments:

Post a Comment