Sunday, January 23, 2011

পাওয়া না-পাওয়া

কিছু না বলা কথা লাগে যে ভাল ,
যদি সে কিছু বলে ।
পথের ধুলাও লাগে যে ভাল ,
সে পথে যদি সে চলে ।
হলই বা সে অন্য কথা
অন্য রকম বলা ।
তার চলাটা না-হয় হল ,
অন্য পথে চলা ।
না পাওয়া পরশ জাগায় হরষ ,
পুলকে জাগে হিয়া ,
যদিও জানি মানি গো মানি
অন্য যে তার পিয়া ।
তার ভালবাসার ধরন খানি
পিয়ার মুখে চাওয়া –
তোমরা কি জান, কি সুখ এতে
এমন পাওয়া না-পাওয়া

No comments:

Post a Comment