Thursday, January 13, 2011

দেখেছি তোমায়

আকাশের গায় ঐ তারাদের দেশে
আমি দেখেছি তোমায়
তোমার চুলের রাশি মেঘমল্লার ,
তোমার মুখের হাসি সাতনলী হার
ঐ রামধনু রঙ্গে আঁকা আকাশের গায়
আমি দেখেছি তোমায় ।

তুমি এক টুকর সোনালী রদ্দুর
ছুঁড়ে দাও রূপালী আকাশে ,
পাখীর ডানায় ভেসে দিন আসে ।
তার আসার পথে চোখ মেলে
আমি দেখেছি তোমায় ।

শুনেছি তোমার কান্না বর্ষার রাতে ,
বাউলের হাতে ধরা একতারাতে
তোমায় দেখেছি আমি হরিণের ,
চোখে তার কাজল কালোতে ।

নদীর এপারে বসে ওপারের ঘাটে
দেখেছি তোমায় .
পায়রার শুভ্রতায়, ঘাসের ডগায়
শিশিরের বিন্দুতে দেখেছি তোমায় ।

মায়ের বুকের কাছে সদ্যোজাত শিশু,
গির্জায় টাঙ্গান থাকা ক্রুশবিদ্ধ যিশু
মন্দিরে, মশজিদে, জলন্ত চিতায় ,
আমি দেখেছি তোমায় ।

No comments:

Post a Comment