Thursday, January 27, 2011

কেন আমার লেখা জীবন মুখী নয়

তোমাদের মাটিকে কি কঠিন করবে শুধু
কঠিন কথার সার দিয়ে ।
আমার জমিতে আমি ফুল যে ফোটাতে চাই-
শুধু কাঁটা নয়।
তাইতো তোমার মাটি আমার বাংলা মাটি নয় ।
কেন ফুল ফোটে, কেন ফুল হাসে ,
কেন মন আমার সুর-গন্ধময় !

এতদুর এসে গেছি জীবন ছাড়িয়ে –
আর তো যাবেনা ফেরা সে পথ মাড়িয়ে ।
যে পথে দুঃখ ফুল, বিদ্রুপ কাঁটা –
যেখানে রক্তঝরা একলাটি হাঁটা ।
সে-মুখী হবনা আমি আর ।
এখন শুধুই আলো আশার পাহাড় ।

শেষের মাটিতে আমি ফুল যে ফোটাতে চাই
ভালবাসা দিয়ে ।
শুধু কাঁটা নয় ।

No comments:

Post a Comment