Sunday, March 8, 2015

তুমি আসবে চিরদিন

তুমি আসবে চিরদিন 
মরণের ওপাড় থেকে 
অন্তহীন অনুপ্রেরনায় 

তুমি আস ফিরে বারে বারে. 
নিস্বরে কথা বলে যাও 
তুমি আসনি শরীরে 
তবু দেখিছি তোমায়
পূর্নিমার রাতে 
নতুন প্রভাতে 
আর গরীবের ভাতে 
তুমি বলনি যে কথা. 
রেখেছিলে মনে. 
সে কথাও ছুঁয়েছে তার
হৃদয় বীনার 
গোপনে গোপনে 

তোমার বুক চিরে যত অশ্রু 
নীল অক্ষরের স্রোতে করেছে পিছ্বল 
আমার চলার পথ 
কল্পনায় দেখেছি তোমায় 
কবি তুমি আসবে 
ফিরে 
আসবে কালের গভীরে 
আসবে বারে বার
দেহ নাই বা এলো

লেখনী তোমার কোনোদিন 
হবেনা কবর. 

No comments:

Post a Comment