Sunday, March 8, 2015

তুমি শহরে থেকোনা



তুমি শহরে থেকোনা ,
চলো হেঁটে আসি শিশির ভেজা 
ঘাসের মাঠে 
সেখানে সোনালী সকালে 
গড়ে তুলি স্বপ্নের খেলাঘর 

তুমি সমাজের কথা লিখনা আর 
মানুষের হাতে গড়া - তার সাথে 
হবেনা মিল -
ঝিলমিল তারাদের নিচে 
কথা বোলো মধু স্বরে 
সে কথা স্পর্শ কোরে 
রাত্রির বুক
তাকে করবে গভীর 
ভেসে আসবে আমার হৃদয়ে 
সহস্র আলোক বর্র্ষ পরে 
সে কথা পূর্নিমার রাতে 
রুপালি জোত্স্নার আলো যেন 
চুঁয়ে চুঁয়ে পরবে
আমার অন্তরে

No comments:

Post a Comment