Sunday, March 8, 2015

জাগিয়ে দিলে.

জাগিয়ে দিলে. 

আজ শীতের শেষে ফাগুন মাসে 
নেশার মতন হওযায় ভাসে
কার বারতা - কাব্য কথা 
আমার জীবন মরণ সকল জুড়ে 
যে থাকে আজ সে এসেছে ,
আয় রে তোরা কে জাবি আয় 
আমার সাথে কদম তলায় 
ঝুমকো লতা দুলিয়ে গলায় 
আমায় কে ডেকেছে 
মধুর স্বরে
তার বলিষ্ঠ হাত জড়িয়ে ধরে 
আলিঙ্গনে শরীর জুড়ে ফুল ফুটেছে
সেই যে তুমি লুকিয়েছিলে 
আমার মনের মনিকোঠায় 
আজ দখিন হওয়ার দোলায় যেন 
বাহির হলে -
আজ তোমার রঙে রাঙিয়ে 
এ মন জাগিয়ে দিলে 

No comments:

Post a Comment