Sunday, March 8, 2015

আমি তোর কাছে ঋণী

জীবনের আনন্দ ভিতরেই থাকে 
তাকে বৃথা হন্য হয়ে খুঁজি 
তারপর দুক্ষ ছেয়ে যায় 
অধরা খুশির আশায় 
কাঁদে প্রাণ মন, তখন
গভীর দুঃখ ভারী হতে থাকে 
অন্ধকার চারি ধার 
আনন্দের এল খুঁজে ফেরে 
শরীর মন এক সাথে বেদনার 
পাঁকে ডুবে যায় - সে কালো 
তরলে মন তরণী ভাসায় ,
চুপি চুপি টুপ টাপ 
ঝরে পরে জল - অনন্ত অতল 
এক আনন্দ সাগরে ,
কবি বাস করে 
বেদনার রঙ দিয়ে ছবি এঁকে যায়
অচেনা ভাষায় 

আমি দেখি আমি শুনি 
সে গভীর আনন্দ সাগরে দিয়ে ডুব
কবি, আমি তোর কাছে ঋণী 

No comments:

Post a Comment