Sunday, March 8, 2015

মৃত্যু না চাই

বোলনা এমন কথা কবি
তুমি যা কিছুই পারো 
আমরা পারিনা তা 
মৃত্যুর নীরবতা 
জীবনের শেষ কথা 
কি করেই বা ভালোবাসি 
যা নিশ্চিত তাকে ফেরাতে চায় 
প্রাণ , এ তো পরিহাস জনমের 
জীবনের দাম মৃত্যুর ঘরে হবে জমা 
আমরা তা জানি - তবু
যত টুকু শ্বাস বর্তমান ,
মৃত্যু কে ফেরাবেই প্রাণ -
মৃত্যুর শীতলতা ছুঁয়ে যায়
প্রাণ করে হায় হায় 
ভালোবাসি জীবন কে যত কষ্ট পাই 
মৃত্যু না চাই 
কবি তুমি পারো - আরো আরো আরো 
মরণে মাঝে ভালবাসা 
সে গভীরতা 
আমাদের নেই কারো

No comments:

Post a Comment