Sunday, March 8, 2015

মেয়েটা

মেয়েটা রোজ কলের ধারে জল আনতে যায় 
বস্তিতে ঐ একটি মাত্র কল ,
জল নিয়ে রোজ ঝগড়া চলে
রোজ হয় কোন্দল ,
মেয়েটার রোজ বাড়ছে বয়স 
ফুটন্ত যৌবন , পাড়ার ছেলে
দল বেঁধে সব দেখছে সারাক্ষণ ,
কেমন মেয়ের কোমর সরু 
কেমন দেহের ভাঁজ ,
ইসরায়ে কাছে ডাকে 
রঘু , বিনয় , বান্টি কখনো জয় রাজ 
জল আনতে রোজ ই মেয়ে 
আড় চোখেতে চায় 
আজ বাগানে রঘুর সাথে 
কালকে সিনেমায় 

সবার সাথে ই ঘোরে মেয়ে 
তার যৌবন 
এমনি ভাবেই রাস্তায় কেটে যায় 


কোথাও একটা বাজবে সানাই
আশায় ছিল মন ,
বস্তির এক ধিঙ্গী মেয়ের 
বিয়ের ইচ্ছেটাই 
মাথায় ঘোরে সারাক্ষণ 

দোলের সকাল বস্তি জুড়ে 
হই হট্টগোল - রং মেখে সব 
সঙ সেজেছে - আয় রে খেলি দোল 

মেয়েটা কোই সবাই খোঁজে 
সে ই তো মধ্য মনি 
মেয়ে কোথায় , রঘু বলে
ডেকে আন এক্ষুনি 

মেয়ে এখন শুয়ে আছে 
শরীর ভালো নয় 
তার পেটাতে বাচ্চা নাকি 
সবার মনে ভয় ! 

রঘু বলে আমার নয় - বান্টি বিনয় জয় 
একই কথা বলছে তারা - এ বাচ্চা আমার নয়. 

মুচকি হেসে বললে মেয়ে 
তোরা বড়ই বোকা 
সঙ্গে নিয়ে ঘুরি বলে 
করতে দেবো খোকা 
এ কাজটা কাজের বাড়ির ছেলের 
টাকা দেবে নয়তো যাবে জেলে 
আমি গতর ভেঙ্গে খাই 
তোদের কাছে টাকা তো আর নাই 
তাইতো আজ কাজের বাড়ির ছেলে 
টাকা দেবে নয়তো যাবে জেলে. 

No comments:

Post a Comment