Sunday, September 4, 2011

মায়াবী ক্ষণ

মন ছুটেছে ঝর ঝর ঝর পাহাড়ি ঝরনা ,
ছলাত ছলাত ঢেউ উঠেছে জলে ,
চারি পাশে পাহাড় ঢাকে রূপালি ওড়না ,
মাঝখানেতে উপত্যকা সবুজ সমতলে ।

উপত্যকার সবুজ ঘিরে ফুলের আলপনা ,
ফুলে ফুলে উড়ছে প্রজাপতি ,
মনের ভিতর গান ধরেছে রঙ্গিন কল্পনা ,
মনের পায়ে বনহরিনের গতি ।

আকাশ ঘিরে আবির আজ কে দিয়েছে ঢেলে ,
মিলে মিশে গোলাপি আর সোনা ,
পেড়িয়ে পাহাড় সূর্য ঐ যায় যে অস্তাচলে ,
এমন খুশী মন বলে ভুলবনা ।।

হীরের কুচি ঝক ঝক ঝক জ্বলে আকাশ জুরে,
সাতনলা হার পরিয়ে দিল মন ,
এমন রাত এই জীবনে আর কি আসে ফিরে !
আর কি আমি দেখতে পাব এই মায়াবী ক্ষণ ।

No comments:

Post a Comment