Monday, September 19, 2011

খোকার স্বপ্ন


মায়ের স্বপ্ন

স্বপ্ন চোখে ভাসে
মায়ের স্বপ্নে খোকা হাসে
ঘুমের থেকে উঠে দেখে
দেয়াল চারি পাশে

কঠিন দেয়াল যত ,
কঠিন তারি মত ;
স্বপ্ন এমন ভাঙ্গা ,
স্বপ্নে খোকার নরম দুটি চরণ ছিল রাঙ্গা

নরম ছিল মুঠি
হাঁটত গুটি গুটি
টলো মলো পায়ে
বছর গেলে মায়ের খোকা চলত রাঙ্গা পায়ে

মায়ের কোলটি ঘেঁসে
দাঁড়াত সে এসে ,
ঘুমটি এলে পরে ;
মায়ের কোলে পরম সুখে থাকত ঘুমের ঘোরে

ইটের দেয়াল
সিমেন্ট দিয়ে বাঁধান ঘর বাড়ি ,
তাই  তে খোকা করেছে কি আড়ি
মায়ের সাথে আজ ,
খোকার ডাকে স্বপন-পুরে আসবে কখন মাগো ;
সাঙ্গ করে দালান বাড়ির কাজ

মা কাঁদে হায়,
হায়রে জীবন-
বেঁধেছ আজ এ কোন জাঁতা কলে !
খোকার স্বপ্ন কেঁদেই গেল চলে

No comments:

Post a Comment