Monday, September 5, 2011

অবাক-সবাক জীবন দর্শন

তোমার পথে চলব বলে
পথ হেঁটেছি অনেকটা,
কখন মস্ত ভুল করেছি ঘুরে গেছে দিক,
পিছন ফিরে তাকিয়ে দেখি
চিনি না তো এ পথটা,
ভাবছি মনে ফিরব নাকি,
এই পথটাই ঠিক !
লেখা আমার অন্ত্যমিলে
আটকা পড়ে থাকে,
বেরোতে চায় না ।
মিল যদি বা থাকে লেখায়
দোষটা কি আর তাতে ,
ছন্নছাড়া হতে হবে,
কেন এ বায়না !
তোমরা স-বাক, তোমরা তরুণ
টগবগিয়ে চল ।
আমার লেখা বড্ড নরম
কি আর করি বল !
আমার মাটি শুকন এখন
ফেটে সে চৌচির ,
মনের মধ্যে এখন তখন
ছেলেবেলার ভিড় ।
কঠিন জীবন দর্শন
আরও কঠিন যে তার ভাষা ।
মাঠ করেনি কর্ষণ
তাতে ফসল ফলার আশা ।
জীবন কঠিন বাস্তব
বিয়োগান্তে ভরা –
তাইতে ভাসি কল্পনাতে,
আসি কবির পাড়া ।
এখানে তো কচি ঘাস ও
ভীষণ জীবনমুখী কঠিন কথা বলে ।
যেদিন হবে শুকনো কেঠো
হয়ত লিখবে মিষ্টি কিছু
আমার মন তো বলে ।।

No comments:

Post a Comment