Saturday, September 17, 2011

শিশু সৈন্য


দিনের পর দিন চলে যায় রাতের পর রাত ,
তুমি ও জান আমিও জানি, পেট ভরে নেই ভাত ।
তবুও পথে চলতে হবে, তবুও কাঁটা দলতে হবে,
লক্ষে যেতে হলে ।
অদৃশ্য শিকলে বাঁধা মানুষের মিটিং-এ মিছিলে ।
সেখানে আছে তো শুধু কথা আর কথা  ,
শুষ্ক বারতা ।
তবু এক দিন সূর্য উঠবে পশ্চিমে ,
ভাত দেবে, ছাত দেবে , গরীবের মাথা গুনে ,
আমাদের নেতা ;
মালিক শিকল নাড়ে ঝম ঝম ঝম ,
পথ চল, ভোট দাও
আশা কর কম ।
তোমাদের শিশু দাও আমাদের সাথে ,
গড়ব সৈন্য হাতে হাতে ,
ভাত দেব, ছাত দেব গদি ফিরে পেলে ;
গোনো দেখি কমরেড কত বাচ্চা পেলে ।।

No comments:

Post a Comment