কেন যে ব্যথা পাস শুধু
রোদে পুড়ে জলে ভিজে
আমি ও হয়েছি বড়
গাছ ফুলে ফলে - দিয়েছি
সবুজ পাতার ছায়া
শস্যের খেতে সোনালী ফসল
আমি থেকেছি বুক পেতে
ভালোবেসে আমায় ডেকেছে
সোনার বাংলা- শস্য শ্যামলা
কখনো আকাল অগ্নি দহনে
পুড়েছে আমার সব - কখনো বা
ভেসেছে প্লাবনে
তবু আমি বাড়িয়েছি হাত ভালোবেসে
কাছে আয় ধরা দিতে আলিঙ্গনে
ব্যথা নেই কাটাস না কাল
বৃথা ক্রন্দনে
রোদে পুড়ে জলে ভিজে
আমি ও হয়েছি বড়
গাছ ফুলে ফলে - দিয়েছি
সবুজ পাতার ছায়া
শস্যের খেতে সোনালী ফসল
আমি থেকেছি বুক পেতে
ভালোবেসে আমায় ডেকেছে
সোনার বাংলা- শস্য শ্যামলা
কখনো আকাল অগ্নি দহনে
পুড়েছে আমার সব - কখনো বা
ভেসেছে প্লাবনে
তবু আমি বাড়িয়েছি হাত ভালোবেসে
কাছে আয় ধরা দিতে আলিঙ্গনে
ব্যথা নেই কাটাস না কাল
বৃথা ক্রন্দনে
No comments:
Post a Comment