Sunday, March 8, 2015

মানুষ ঘুমিয়ে ছিল




মানুষ ঘুমিয়েছিল , তুমি ছিলে 
জাগরণে সময়ের আগে ,
শীতের হিমেল হাওয়া বরফের মত 
ঢেকেছিল কথা ছিল যতো ,
সে কথা মিশরের মমি 
জানি তুমি আমি 
মানুষ জানেনা 

তোমার আকাঙ্খার কবর ফুঁড়ে 
বেড়ে ওঠা মাধবিলোতাটি 
আজ ফুলে ভরা - সে তোমারি জয় 
তুমি জানলেনা , 
সময়ের আগে এলে এমনই যে হয় 

No comments:

Post a Comment