জয় গোস্বামীর জন্য
জানলা দিয়ে তাকিয়ে দেখি রাস্তা বয়ে যায়
কত রকম গাড়ি , কেউ বা রিক্সায়
চলার নাম জীবন - সময় দাঁড়ায় না -
জিততে যদি চাস জীবন এগিয়ে চলে যা
আমিও চলি .. পা চলেনা .. মন
হওয়ায় ওড়ে মেঘের কোলে যথেচ্ছা ভ্রমন
মেঘের সাথে জয় কে দেখি
কেমন চলে যায় ...কালির সাথে মন চলে তার ... পাতায় পাতায়
জয় কে ? আরে তাও জানোনা - কবি সে গোস্বামী , আমার সাথে তার তুলনা হয়না? আমি জানি !
তবু ও ভাবি ..রাস্তা কেন ..চলতে যদি হয়
এমন ভাবে ই কলম কালির হোক না পরিচয়
জীবনের দিন শেষের পথে ..অনেক হলো চলা
জমে জমে পাথর হোলো অনেক না-বলা
সে সব কথা ছন্দে চলে ..তাল মিলিয়ে পা
হোক শুরু আজ ... মন রে আমার যা এগিয়ে যা.
No comments:
Post a Comment