মৃত্যু কতো কাছ দিয়ে চলে গেলে
এখন ভাবলে মিথ্যা মনে হয়
মনে হয় আসনি তুমি
শুধু ছায়া ফেলে ছিলে
তবে কেন কেউ জীবন কে ধরে রাখে
মৃত্যু তুমি অসহনীয় যন্ত্রণা রূপে
ছুঁয়ে , জীবন কে মিথ্যা বলে গেলে,
তোমার ছুঁয়ে থাকা দন্ডে দন্ডে পলে পলে
তোমার হীম অশ্রুজলে
পিচ্ছল জীবন ,
বুঝে ও তবু না বোঝার ভাণ
জানি থাকবেনা
তবু আঁকড়ে রাখি প্রান
যতদিন আছে থাক
ডেকোনা আমায়
এখনো যে হয়নি সময়
এখনো অনেক বাকি
কতকিছু হলনা যে শুরু
শেষ দেখা বাকি আছে কতো
ফিরে যাও ফিরে যাও
জীবন কে ভালবাসতে দাও
আরো কিছু দিন
পূর্ণ করতে হবে প্রতিশ্রুতি কত
বাকি আছে ঋণ
দয়া করো আজ যাও
এসো পরে অন্য কোনো দিন
এখন ভাবলে মিথ্যা মনে হয়
মনে হয় আসনি তুমি
শুধু ছায়া ফেলে ছিলে
তবে কেন কেউ জীবন কে ধরে রাখে
মৃত্যু তুমি অসহনীয় যন্ত্রণা রূপে
ছুঁয়ে , জীবন কে মিথ্যা বলে গেলে,
তোমার ছুঁয়ে থাকা দন্ডে দন্ডে পলে পলে
তোমার হীম অশ্রুজলে
পিচ্ছল জীবন ,
বুঝে ও তবু না বোঝার ভাণ
জানি থাকবেনা
তবু আঁকড়ে রাখি প্রান
যতদিন আছে থাক
ডেকোনা আমায়
এখনো যে হয়নি সময়
এখনো অনেক বাকি
কতকিছু হলনা যে শুরু
শেষ দেখা বাকি আছে কতো
ফিরে যাও ফিরে যাও
জীবন কে ভালবাসতে দাও
আরো কিছু দিন
পূর্ণ করতে হবে প্রতিশ্রুতি কত
বাকি আছে ঋণ
দয়া করো আজ যাও
এসো পরে অন্য কোনো দিন
No comments:
Post a Comment