কবি তোমার কথা ছুঁয়ে যায় মন
মন বলে শুনেছি এ সব কিছু
অন্য দেশে অন্য কালে
দুজনাতে ছিলাম যখন
এক সুরে বাঁধা তারে বীনার মতন ,
তুমি খুঁজে ছিলে যাকে প্রিয়া বলে ডেকে
আসেনি তোমার বুকে , ব্যথা পেলে তাই
সে যে ছিল কালের ও পারে
আজ আমার মাঝারে ;
বল ,কেমন করে যেতাম কাল ফুঁড়ে
অতীতে তোমার বুকে ,
মাথা রাখি - তবু আজ মন
চায় তাই !
মন বলে শুনেছি এ সব কিছু
অন্য দেশে অন্য কালে
দুজনাতে ছিলাম যখন
এক সুরে বাঁধা তারে বীনার মতন ,
তুমি খুঁজে ছিলে যাকে প্রিয়া বলে ডেকে
আসেনি তোমার বুকে , ব্যথা পেলে তাই
সে যে ছিল কালের ও পারে
আজ আমার মাঝারে ;
বল ,কেমন করে যেতাম কাল ফুঁড়ে
অতীতে তোমার বুকে ,
মাথা রাখি - তবু আজ মন
চায় তাই !
No comments:
Post a Comment