কি আছে দূর নীলিমায় মিশে!
কি আছে সবুজ ঘাসের ডগায়
কি আছে সোনালী ধানের শিষে
কি বা আছে সাগরের গরিমায
ভাঙ্গা এ হৃদয়
হারানো ভলোবাসা
ফেলে আসা সুখ
আমার পরিচয়
পথ বেয়ে চলে গেল যারা
কালের পিছনে অন্ধকারে মিশে
মনের গভীরে ভাসে তারা
ধরা দিলনা বাহুপাশে
আকাশে বাতাসে গাছের শাখায়
দোলে ছোটো ছোটো সুখ
আমি নীলিমায়
চোখ রাখি
স্মৃতি সাগরে দেখি মুখ
কি আছে সবুজ ঘাসের ডগায়
কি আছে সোনালী ধানের শিষে
কি বা আছে সাগরের গরিমায
ভাঙ্গা এ হৃদয়
হারানো ভলোবাসা
ফেলে আসা সুখ
আমার পরিচয়
পথ বেয়ে চলে গেল যারা
কালের পিছনে অন্ধকারে মিশে
মনের গভীরে ভাসে তারা
ধরা দিলনা বাহুপাশে
আকাশে বাতাসে গাছের শাখায়
দোলে ছোটো ছোটো সুখ
আমি নীলিমায়
চোখ রাখি
স্মৃতি সাগরে দেখি মুখ
No comments:
Post a Comment