Thursday, December 13, 2007

প্রতীক

ছবি এঁকে রেখে গেছে কোনো আধুনিক ।
কেউ বলে নীল আকাশে সূর্য অস্ত যায়
করো মতে সূর্যোদয় নদীকিনাড়ায়
নয় নয় ঠিক, সমঝদার বলে এতো
প্রতীক বিদ্রোহের।
মন বলে এ প্রকাশ শিল্পীর প্রেমের।

চিঠি লিখে রেখে গেছে কোনো মনভোলা।
কেউ বলে প্রেম পত্র প্রেমিকার তরে
কারো মতে ষরযন্ত্র আসর্তক ঘরে ।
নয় নয় ঠিক- সমঝদার বলে
এ প্রতীক নষ্ট সমাজের ।
মন বলে এ শুধুই আবেগ প্রেমের ।

No comments:

Post a Comment