Thursday, December 13, 2007

বুড়োর হুড়ো

আমাদের অফিসেতে কাজ করে এক বুড়ো,
কাজের বেলায় অষ্টরম্ভা দিতে জানেন হুড়ো।
পিয়নটাকে কেবল ছোটান ‘কিনে আনরে পান’।
যখনই কেউ ছাড়বে ধুঁয়ো দেবেন একটা টান।
ফাইল যদি টেবিলে যায় দেবেন একটা তাড়া -
‘পিছনেতে লাগছেনাকি কেউ কিম্বা কারা?
অফিসএতে আসছি বলে কাজ করতেও হবে,
এমন কথা এই বয়সে কে শুনেছে কবে।
চিথি যদি লিখতে হবে লেখনা রে ভাই তোরা,
কাজ দেখলেই ফাইল কেন আমার দিকে ছোঁড়া!
হিসাব কিতাব রাখতে বুড়োর ভীষণ করে ভয়,
চোখেও নাকি পড়ছে ছানি, হিসাব রাখা দায়।
সাহেব বলেন ‘বসুন তবে টেলিফোনটা নিয়ে’।
মনে ভাবেন কথাবার্তা শুনোবো লুকিয়ে।
ফোনোটা তুলেই চ্যাঁচায় বুড়ো -’কি চাই এতো ভোরে?
সকাল হতেই অফিসে ফোন, বসতে এরা দেবেনা চুপ করে !

আমি বলি -ও হুড়োদা সাহেবের ফোন ওটা।
তাইনাকিরে, এতক্ষনে বল্লি কেন ব্যাটা।
মজা বুঝি দেখছিলি তুই দেব এমন হুড়ো ‘
অফিস মাথায় করে চ্যাঁচায় আমাদের সেই বুড়ো ।

No comments:

Post a Comment