Sunday, December 23, 2007

বিশ্বাস


তুমি আত নিষ্ঠুর নও
আমিও নই ততটা স্পশ কাতর,
তবুও নিষেধের প্রাচীড়
তবুও শিশিতে বন্দী গোলাপি আতর ।
মরূভুমি বা জগল
বিশ্বাস শুধুই ছিল সম্বল
আমার পাথেও,
যদি দিক ভুলি, ফেলি যদি আশ্রুজল
রেখা যদি আঁকে ভুল ছবি
বিশ্বাস আমার সবই
জানবে তা তুমি ।
তোমার নাই তো আজানা
আমার বুকের মাঝে তোমার ঠিকানা ।