Thursday, December 20, 2007

অসুখ


আমার অষুধের জায়গাটা কোথায় গেল ?
ঘুম আসছেনা, বুকের বেথা বেড়েই চলেছে,
চোখ বন্ধ করলে শুনতে পাচ্ছি
ঢেউয়ের শব্দ- জব্দ জব্দ জব্দ ।

আমার পেনসিলটা কোথায় গেল ?
ব্যাথা মুখ বুজে বসে আছে-
গুমরে মরছে বুকের ভিতর।
বন্ধ দরজা জানালা কি
রুখতে পারে তোলপাড় ,পাহাড় প্রমান ঢেউ ?
তবু তাকে লুকিয়ে রাখার উপায়টা কোথায় গেল
আমার পেনসিলটা কোথায় গেল?
পারবে পারবে পারবে তোমরা এনে দিতে ঘুম-
নিঝুম রাতে!
কিম্বা স্বপ্নের মাঝে হাড়িয়ে যাওয়া
পথ খুজে দিতে ?

ডাক্তার তুমি কি দেখবে
আমার মাথার পোকাগুলো-
ঘিন ঘিনে কালো কালো।
আস্ত আস্তে সুরঙ্গ করে বুকের মধ্যে এসে জমা হয়-
তখন শুধু ভয় , ভয় আর শুধু ভয়!

চলে যাও, চলে যাও চলে যাও
তোমরা সব
আর নয় আমার পেনসিলটা দাও ।