Tuesday, December 18, 2007

বসুন্ধরার গান




কত দিন পরে দ্যাখা হল আজ
বসলে এসে পাশে,
ফেলে রেখে তোমার যত কাজ ।

আসতে যেতে পথের মাঝে,
অনেক সময় অনেক কাজে,


হয়ত গেছি পাশ কাটিয়ে
ঠিক পড়েনা মনে ।
শুধু মনের গোপন কোনে
ব্যাথার মত উঠত বেজে বেজে,
হাড়িয়ে গেছে বন্ধু আমার
কোথায় পাব খুঁজে !


আজকে সকাল থেকে
কাজল কালো মেঘে
আকাশ গেছে ঢেকে
তুমি আজ এসেছ কাছে।


সব কাজ আজ থাকুক পরে
নীরবতা থাকুক ঘিরে।
আজ যে আমার ভরেছে মন প্রাণ।
বন্ধু তোমায় শোনাব আজ
বসুন্ধরার গান ।
আকাশ ভরা কালো মেঘের ভিড়
গুরু গুরু মেঘ ডাকে গম্ভীর,
বৃষ্টি ধারায় ভিজছে মাটি
রোদ-তাপে চৌচির ।
বন্ধু এবার বুক ভরে নাও ঘ্রাণ।
অনেক দিনের অদর্শনে অতৃপ্ত এ প্রাণ ।
বৃষ্টি ভেজা মাটির মত গাইছে সে আজ গান ।
বন্ধু এস শোনাই তোমায় বসুন্ধরার গান

No comments:

Post a Comment