Sunday, December 23, 2007

জীবনের প্রতি


এখন-ও হয়নি শেষ আশা,
মত্যুর শীতল ছায়া এখন-ও রয়েছে দূরে,
জানি আমি, জানে সে ও,
যাবনা যাবনা ফিরে,
তবু উষ্ণ স্নায়ু, বলে মদু স্বরে-
এসো আরো একবার
মিলনের আয়ু এখনো হয়নি শেষ,
শ্পর্শ করেছ বীনা
ঝঙ্কার তার
রেশ রেখে গেছে কিনা, দেখো একবার ফিরে ।
জানি আমি, জানে সে ও
হয়ে গেছে শেষ- তবুও আবেশ
করে আছে বাসা।
পুঞ্জীভুত বেদনার মেঘ কখন হয়েছে ভাষা
নিয়ে যেও সাথে .
হয়েছে সময় ?
এখনি যে যেতে হয়-
তবু শান্তি তাতে,
বেদনার ভষা যদি নিয়ে যাও সাথে ।।