Thursday, December 13, 2007

নেমন্তন্ন




পরশু আমার বাড়ি এস মেয়ের আমার বিয়ে,
আসবে কিন্তু খালি হাতে উপহার না নিয়ে।
আশীর্ব্বাদ আর ভালোবাসা এটাই প্রার্থনীয় ,
নেহাত যদি ইচ্ছা করে কিছু একটা দিও।
সোনার দাম তো অনেক চড়া, গয়না নাইবা দিলে,
আজকাল তো অল্পদামেই অনেক কিছু মেলে।
মেয়ের পিসী শুনলোনাতো হার কিনেছে মোটা,
বিজনবাবু শুনছি নাকি দেবেন একটা গোটা।
গোটা মানে গোটের মালা দাম কত কে যানে,
মিতালি তো সোনার ফুল দিচ্ছে দুটো কানের।
পাশের বাড়ীর কুন্ডুবাবু দেবেন বেনারসী,
ওনার তো ভাই অনেক টাকা, খরচ করেন বেশী।
তোমাদের সে সামর্থ নেই কী হয়েছে তাতে!
এস কিন্তু পরশু রাতে, না হয় খালি হাতে।

No comments:

Post a Comment