Sunday, December 30, 2007

আন্তর প্রকৃতি




অভিমান
একটু একটু করে মেঘের মতন
জমছিল বুকের ভিতর কখন, পায়নি টের!
চোখে তারই ঘণ ছায়া।
পাতাগুল ভারি,
এলো-মেলো পরে তাড়াতাড়ি
চোখের উপর।
এখনও নামেনি বর্ষা
স্তব্ধ অন্তর,
ঝড়ের সঙ্কেতে যেন
চুপ করে আছে পাখি
ভুলে গেছে গান।
প্রাণ আনচান করে-
আঁখি যদি চায় তার পানে
বাতাসের বিপরীত টানে
দূরে চলে যায়।
হৃদয়ের চাপা গর্জন যেন
বলে হায় হায়
প্রকৃতির খেলা একি
অকরুন যেন
বর্ষা না নামে যদি
মেঘ জমে কেন ?