Tuesday, December 18, 2007

বরণীয়







সেদিন রাতে ঝড় ওঠেনি
শান্ত গাছের পাতা,
মরণ আমায় শোনায়নি ভাই
ভালবাসার কথা,
তার দুখানি আঁখির পাতে
কী ছিল যে লেখা-
আঁধার রাতে তাও
হলনা দেখা ।।

স্পর্শে ছিল শীতল আভাস,
কঠিন বাহুপাশ ।
আমার সর্বনাশ,
লিখল আপন হাতে ।
স্মরনীয় সেই সেদিনের
নিঝুম নিশীথ রাতে ।

অচেনা তার ভাষা
ছিল অদেখা তার রূপ,
তারারা সব আকাশ ভরে
ছিল রে নিশ্চুপ ।
ভয় ছিল না প্রাণে,
সেদিন সুর ছিল না গানে ,
মরণ যেদিন ফেলল ছায়া
আমার অবুঝ মনে ।

হায়রে একি কঠিন বাঁধন
যায়না এরে খোলা
বুঝিনি তার ভাষা
তবু যায়না কেন ভোলা !
আর একটি বার এস মরণ
রাখ চরন দুটি
একটি কুশুম কলি যেথায়
করছে ফুটি ফুটি ।
আজ এ প্রাণে সুরের আগুন
রক্তে প্রদীপ জ্বালা ।
বাহুলতায় সুবাসিত
শিউলি ফুলের মালা।
এই আগুনে মরণ তুমি
চাও কি ধরা দিতে!
মৃত্যু তোমার মরণকে আজ
চাই ফিরিয়ে দিতে ।।

No comments:

Post a Comment