Thursday, December 13, 2007

স্বপন বুড়ো

যেইনা আমি পড়তে বসি বই খাতা সব নিয়ে
স্বপনবুড় হাতছানি দেয় বকের পালক দিয়ে।
হাতছানি দেয়, ফোকলা হাসে, হাতপা তুলে নাচে,
শব্দ শুধু করেনা সে মা শুনে নেয় পাছে।
মাকে ডেকে যতই বলি ঠিক দুপ্পুর বেলায়
হয়না আমার লেখাপড়া স্বপনবুড়োর ঠেলায়।
মস্ত বড়ো চোখ পাকিয়ে শাসন করে মা,
বাবা হাঁকেন মারব এবার যা পড়তে যা।
পরীক্ষা তোর আপ্রিলে না! কেবল ফাঁকির ফন্দী।
ঐ ঘরেতে সারা দুপুর রাখব তোকে বন্দী।
জানেনা তো এরা সবাই, স্বপন বুড়োর সাথে
ঘুরব আমি দেশ বিদেশে, ফিরবনা আর রাতে।
কেবল ভাবে মিথ্যা বলি, সন্দেহে মন ভরা।
এবার গেলে ফিরবনা আর, বুঝবে মজা এরা।

No comments:

Post a Comment