Friday, December 28, 2007

আয়না


আয়না আয়না আমার কাছে আয়না
যত-ই ডাকি সোনা আমার
আমার পানে চায়না ,
এই আয়নায় যাদু আছে
চাও যদি এর পানে
তোমার অমন গোমড়া মুখ
ভরবে হাসির টান ।


তুমি বুঝি ছোট্ট ছেলে
বয়স হয়নি আজ ও ?
দেখতে পাচ্ছি মস্ত ঢ্যাঙা
পাচ্ছনা তাই লাজ ও !

লক্ষ্মী আমার সোনা আমার
আর করেনা রাগ ,
ঠোঁটের কোনায় দেখছি যেন
একটু হাসির দাগ ।

আয়না দেখে ইন্দ্রধনুষ
ছেলের মুখে হাসি
মায়ের চোখের তারায় তারায়
পুলক রাশি রাশি ।।