Thursday, December 13, 2007

ভাবুক


ভেবে ভেবে ভাবুক হল ভবতোষের ভাই
ভাবের ঘরে গিয়ে বলে ভাবনা কিছু চাই।
ভাবের ঘরের দ্বারি বলে চলবেনা ও চালাকি
ভাব মুলুকে আসতে চাও যে খুলতে পারবে তালা কি?
ভাবুক তুমি প্রমান কোথায় , কি ভেবেছ এদ্দিনে।
খাতার পাতায় লিখে লিখেও শেষ হবেনা সাতদ্দিনে
এমন যদি লিখতে পারো, তবেই পাবে ভাব দেনা
নিলে তো ভাই নকল ভাবুক, ভাবের দ্বারি ভুলছেনা
এই বলে সেই আজব দ্বারি হাসলো এত হা করে
যত ছিল ভয়ের ভাবনা ঢুকল মুখে ধাঁ করে।
খানিক কেঁপে খানিক ঝেঁপে বল্লে দ্বারি সেলাম ঠুকে
হুজুর বড় ভুল হল লাগবেনাকো প্রমান আর।
ভাই বল্লে ভবতোষের -এবার দ্বারি খোলরে দ্বার।
যেইনা বলা হঠাত্ চোখে দেখল যেন আঁধার ভাই
কানটি ধরে দাড়িয়ে দাদা পড়ার ঘরে ঘুম কে যায়!
সেই জন্যেই বলছি তোমায়,
ভাবুক হওয়া তাকেই মানায়
ভাবনাটি যার মাথায় রয়।
ভাবের ঘরে করলে চুরি,
এমন হাল যে সবার হয়।

No comments:

Post a Comment