Wednesday, December 19, 2007

একা


সেদিন সবুজ উপত্যকায় দাড়িয়ে ছিলাম একা,
চারি পাশে কাটাগাছের মেলা
তখন ছিল পড়ন্ত বেলা ।
তুমি ছিলেনা কাছে কোনোখানে-
যেমন থাক হয়ত ছিলে নিজের মনে
ব্যস্ত কাজে টেবিল-চেয়ার জুড়ে।
আমি ছিলাম আমার স্বপ্নপুরে ।
কাছে কোথাও আর ছিলনা প্রাণী
মন বলল্ আমি জানি জানি।
একা হবার আনন্দটা কিযে
একা হয়েই বুঝতে হবে নিজে।
সেদিন সবুজ উপত্যকায়
পিছন ফিরে দেখা
চলে এলাম এতটা পথ
কেমন একা একা ।।

******

আকাশ পরী হাত বাড়িয়ে ডাকছে তাকে
ভাবছ নাকি হাড়িয়ে যাবে!
সে সেয়ানা ।
পরীর ডানায় রামধনু রঙ
চুরি করে ভরায় কাগজ,
সে যাবেনা ।
সে যাবেনা ঐ আকাশে হাড়িয়ে কভু
তার আকাশ তো চার দেয়ালে
বন্ধ খাতা।
উদাস চোখে আকাশ দ্যাখে- মন যে তবু
পিছন ফেরা-যেথায় অভাব
আশন পাতা ।