Friday, December 28, 2007

ঠাকুর যাবে বিষর্যন


কিছুই যে আর ভাল্লাগেনা, সদাই খারাপ মন
ফোস ফোস ফোস দীর্ঘশ্বাস ফেলছে সারাক্ষন
সর্বক্ষন চোখেতে জল দেয়না কিছুই মুখে
হ্যারে খুকি, কি হয়েছে, কে বকেছে তোকে ?
স্কুলের কোনো পরীক্ষাতে ফেল করেছিস -নাকি
দিদিমনি কান মুলেছে- দিস বলে তুই ফাকি?
দুষ্টুমিতে প্রথম যে তুই- এই তো ছিল জানা
গোমড়া কেন মুখটারে তোর, কোথায় হাসি খানা ?

আজ নবমী শেষ যে মাগো, কালকে ভাসান হবে
ঢাক-ঢোল সব চুপ করবে, আলো ও নিভে যাবে,
আরো বারো মাসের পরে দূর্গাপুজো হবে
আবার একটা বছর গেলে পুজোর ছুটি হবে.
কেমন করে কাটাব এই একটা বছর মা !
কি যে করি কিছুই যে আর ভালো লাগছেনা .
মন খারাপের বাজনা বুকে বাজছে সারাক্ষন-
কেমন করে আসি ঠাকুর যাবে বিষর্যন